এক একটা অন্ধকারের গর্ভেই
বেড়ে ওঠে সূর্যের ভ্রূণ।
এক একটা কান্নার নদী-ই
বয়ে নিয়ে আসে হাসির কংসাবতী।
অশান্তি, তুমি কেঁদো না
তোমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে
স্তন্যপায়ী রোদ্দুর।


খেলনাবাটি বসন্তের কোনো রঙ নেই
তবুও এক একটা রঙীন পাগলামী
শান্তির শহর বাঁধে।
আদুরে আলাপে ঢাকে
আঁচল ছেঁড়া ঈশ্বরীর বুক।
মাথার বালিশ থেকে পুঁইয়ের মাচা--
আমরা নিজেরাই অজান্তে ঈশ্বর হয়ে যাই।