ভারত মায়ের বুকে ভীষন জ্বর
অসুস্থ এই সমাজ পাড়া বাড়ি,
থার্মোমিটার ভেঙেই গেছে কবে
জ্বর মেপেছে হলুদ মহামারী!


সবাই কি আর মাপতে যাবে যেচে
গভীরতা কত্ত হাহাকারে!
বুঝবে কবে? নির্বাসনে গেলে
অক্সিজেন আর পাইপ সিলিন্ডারে?


এক জীবাণু মৃত্যু মিছিল ডাকে
সেই মিছিলে হারায় কতো নদী,
একবারও কি হয় না মনে বলো-
পাশে থেকে, মানুষ হতাম যদি!


থাকতে হবে নিজের পাশাপাশি
ভরসা আলো হয়ে সবার মনে,
হাঁটবো কেন সন্ধি ভাঙার পথে
স্বার্থপর এক মিছিল ব্যাকরণে!


ভারত মায়ের শাড়ির আঁচলখানি
মনুষ্যত্ব, প্রেমের রঙে আঁকা,
ঘৃণাতে নয়, ভালোবাসায় রেখো
এটাই দেখো- সত্যি পাশে থাকা।