পথগুলো সব শাড়ির আঁচলে কাঁদে
কাঁদতে তবুও কে যেন করেছে মানা!
ধোঁয়াশার বিষে লীন হয়ে গেছে নদী
ভেসে রয় আজও ভ্রান্ত কচুরিপানা।।


পথগুলো আজও অবাধ্য রঙ মাখে
রঙের শহরে ভোরের শান্ত নদী।
আবেগী স্বপ্ন বছর ডিঙিয়ে ভাবে-
ছায়াঘেরা পথে ফিরে আসতাম যদি।।


পথগুলো আজ পথিক হয়েছে তবু
পিছুটান কাঁদে ঘুম হারানোর রাতে।
রাত জাগে কতো উপন্যাসের তারা
ছোটগল্পেরা কেঁদে চলে ফুটপাতে।।


পথগুলো কেন স্বেচ্ছাচারিতা খোঁজে
আদুরে শহর দিয়ে যায় কেন আড়ি?
তোমাদের পথ কবিতায় থাক ভালো
ভালো থাক যতো অবাধ্য বাহাদুরি।।