উপেক্ষা করে চলে যায় কত পথ
অপেক্ষা আর রাখি না মিছিল পায়ে,
সমুদ্র মেখে তোমরাই ভালো থেকো
লিখেই দিয়েছি শহরের গায়ে গায়ে।


আমাদের পথে প্রাপ্তিটা আলো-ছায়া
হারানোর ব্যথা হয়তো একটু বেশি,
হয়তো বা সুখ থাকে না জীবন পথে
হাঁটতে তো পারি শান্তির পাশাপাশি।


আমরা না হয় মুখোশ রাখি না মুখে
জীবনের চেয়ে মুখোশ বড্ড ভারী,
তোমারাই থেকো প্রাপ্তির ব্যাকরণে
আমাদের থাক নিঃসঙ্গ মহামারী।