এই তো সেদিন অভিমানে ব্যাকরণে
সভ্যতা কত হেঁটে গেলে একা একা,
প্রত্নবালিকা, ফিরে এসো পথ ভুলে
হরপ্পা আজও পায় নি তোমার দেখা।


চোখ জুড়ে কত বাঁচার স্বপ্ন দিয়ে
লীন হয়ে গেলে অজন্তা-ইলোরাতে,
আমার আমিটা মহেঞ্জোদাড়ো মেখে
বসে আছে একা পালতোলা নৌকাতে।


এই তো সেদিন আঁকাবাঁকা পথ বেয়ে
ভালোবেসেছিলে সিন্ধু নদের পারে,
শেষ হয়ে গেল মুখোমুখি পথগুলো
আলতামিরার নিবিড় অন্ধকারে।


ক্ষেত্রফলের সীমারেখা ভেঙে গেলে
প্রত্নবালিকা, গল্প শোনাবে কাকে ?
মেহেরগড়ের প্রত্ন সমাধি বুকে-
খুঁজে নিও তুমি আমার এই আমি-টাকে।