কথার ভিড়ে হারায় কথা রোজই
অনেক কথা হয় নি তবু বলা
কথার মানুষ নিখোঁজ প্রতিদিনই
পাশে থেকেও একলাটি পথ চলা।


অপেক্ষাতেই বইছে সময়গুলো
বাড়ছে শুধু আগলে রাখার নেশা
ল্যাম্পপোষ্টের নগ্ন ছায়ার সাথে
এক প্রেমিকের অবাধ মেলামেশা!


অবাধ্য এক নিঃসঙ্গতার পথে
শূন্যতা আজ বড্ড বেশি ভারী!
ভাবছো জানি, ভুলেই গেছি কবে
চাইলেই আর, হয় কি ছাড়াছাড়ি!


ভুললে স্মৃতি, কতই ভালো হতো
ভোলার নিয়ম হলো না আর শেখা
জানি, তোমার ভীষন ম্যাচিউরিটি
প্রেমিক আমি, বড্ড ন্যাকা ন্যাকা!


ডাকবে কি আর অনেক বছর পরে
সেদিন আমার ঘুম না ভাঙে যদি!
আকাশটাকেই ডেকে সেদিন বলো-
আমিই ছিলাম তোমার প্রিয় নদী।


খুব প্রিয়তায় নদীর মতো জেগে
কার শহর আজ সাজাও অভিমানে?
এই শহরে নিয়ম করে রোজই
বৃষ্টি আসে মনখারাপের টানে।  


বৃষ্টি ফোঁটার হিসেব এলোমেলো
সব প্রেমিকই অঙ্কেতে খুব কাঁচা!
ভাগশেষে কেউ ভেঙেই গেছে কবে
কেউ বা আবার নগ্ন পুঁইয়ের মাঁচা।