আজন্ম পরিচিত চেনা পথ ধরে
স্মৃতিদের হাঁকডাক, কি যে উত্তাপ!
ব্রহ্মপুত্র আজও রেখেছে লুকিয়ে
নদীতটে বালুকায় রেখে আসা ছাপ।


নির্বাসনের রেখা, সুদূরের পথ
পরিচিত তানপুরা আজও তোলে সুর।
কত বৎসর গেল, মাখেনি সে মেয়ে
জন্মভূমির সেই প্রিয় রোদ্দুর।  


হাসিমুখ দেখে ভাবি যন্ত্রনা নেই
সেও কাঁদে, তারও হয় ভারী অভিমান।
জন্মদিনের ক্ষণে শুভেচ্ছা শত
তবুও কি শূন্যতা! কি যে পিছুটান!


সঠিক পথের বাঁকে ভিড় কম থাকে
বাধা আসে বারবার, শত্রু হাজার!
সেই বাধা ভেঙে আজও হাঁটে তসলিমা
পৃথিবীর তাকে আজ বড়ো দরকার।