তুমি মিথ্যে পুজোতে ব্যস্ত রয়েছ
আঁচলে আঁধার ভরে,
তোমার ঈশ্বর সেজেছে নাবিক
ভাঙা কোনো বন্দরে।


তোমার পুজোতে মালিকা করেছ
মিথ্যের হিরে মতি,
শুকনো ফুলের বিস্বাদ নিয়ে
ফিরে গেছে প্রজাপতি।


ফিরে গেছে প্রেম, চেনা মুখ সব
লাগে নি তো কোনো কাজে,
প্রিয় ঈশ্বর ঘুমিয়ে পড়েছে
মিথ্যে পুজোর সাজে।