আমার রবি ছেলেবেলার স্মৃতি
কিশলয় আর সহজ পাঠের সুরে,
আমার রবি জোড়াসাঁকোর পথে
হাঁটছে একা রবীন্দ্র রোদ্দুরে।


আমার রবি গীতাঞ্জলির আলো
একলা দুপুর, লাটাই ছেঁড়া ঘুড়ি,
আমার রবি ক্লান্ত হয়ে ডাকে -
কোথায় তুমি? শুনছ কাদম্বরী?


আমার রবি ছোট্ট নদীর বাঁকে
কাব্য আজও ছড়ায় সারাদিনই,
আমার রবি চিনতে কি ভুল করে
সিন্ধু পারের অচিন বিদেশিনী!


আমার রবি ভুবন ঘুরে এসে
শান্তি খোঁজে ঘুম হারানো রাতে,
মৃণালিনী, আর কেঁদো না তুমি
প্রেম ছুঁয়ে দাও শেষের কবিতা'তে।