একটা ছেলে বন্দি থেকে ঘরে
একটা পাহাড় পার হয়ে যায় হেসে,
সূর্যটাকে ছুঁইয়ে দিলো মাটি
সেই ছেলেটাই বিশ্ব ঘুরে এসে।


একটা ছেলের বড্ড পড়াশোনা
হাত ছুঁয়ে যায় কখনো রঙ তুলি,
নিজের গানে আপন সুরে সুরে
সেই ছেলেটাই বাঁধলো গীতাঞ্জলী।


একটা ছেলের আবেগ ষোলোআনা
সজল চোখে বলছে ভালোবাসি,
বুক জুড়ে যার স্বজন হারা ব্যথা
সেই ছেলেটাই কাদম্বরীর হাসি।


একটা ছেলে ঘুম নামিয়ে চোখে
জাগল না আর ভোরের কোন গানে,
সেই ছেলে, যে ভুবন ঘুরেছিলো
ভুবন এলো শান্তিনিকেতনে।


শ্রাবন এলেই বৃষ্টি ওঠে কেঁদে
কোপাই নদী ডাকছে সারাদিনই,
বুক ফুলিয়ে কাঁদছে জোড়াসাঁকো
কাঁদছে আজও তোমার মৃণালিনী।