চোখের কোনে কান্নাটুকু এলে
মনখারাপের আকাশ দেখো রোজ?
ব্যস্ততা তো সবার মাঝেই থাকে
ভালোবাসায় কে কার রাখে খোঁজ!


একলা ঘরে মন গুটিয়ে রেখে
হয়তো ভালো কাটছে তোমার দিন
আমিও জানো ভীষন ভালো আছি
ঠোঁটের হাসি বড্ড বেরঙীন!


এখনও ঠিক আগের মতো করে  
মায়ের চোখে তোমায় খোঁজে মন
হিসেবটা আর দেখি না রোজ খুলে
কে প্রিয়জন, কেই বা প্রয়োজন।


এখন তোমার ভীষন ভালো থাকা
গোপন ঘরে ভর দুপুরের স্নান
আজও ভীষন বাসতে পারি ভালো
মুছতে পারি দারুন অভিমান।