পা-গুলো জানে পথের গল্প
তাই পায়ের ধূলোয় উঠে আসে পথ।


নদীও জানে ভেসে থাকা নৌকার ভার
তাই নৌকা নয়। নয় জন্ম তুমি নদী হও।


সব মুখোশগল্পের আভিজাত্য ফেলে
শিশু হয়ে ওঠো একবার।
স্তনের বৃন্তে কচি ঠোঁটের স্পর্শটা-
শেখানোর নয়। তাই নয়টা জন্ম...


এখন সহজ করে ভাবনা আসাটা বড্ড কঠিন!
বাঁকা পথ গলি পথ ভীষনরকম আদুরে।
তবু যেন কিছুটা নদীর মতো শিশুর মতো।
নিস্তব্ধ, সহজাত।