সময় নিজের মতো হেঁটে চলে যায়
হেঁটে চলে পৃথিবীর অবাধ্য ঘুম,
তুমি আমি সকলেই ভাঙা ব্ল্যাকবোর্ড
ক্লান্তির বিছানায় কাঁদে ক্লাসরুম।


সিগারেট পোড়া ছাই ভালোবাসা থাক
মাঝখানে ভালো রাখা মুঠোফোনে লীন,
মানবতা খুঁজে নিক শহরের মুখ
বয়সের ঠোঁটে চুমু খায় নিকোটিন।


তারই মাঝে বেঁচে থাক টুকরো আকাশ
মাদুর বিছিয়ে থাক স্বার্থের বিষ,
নরম তুলোর ভাগ তোমাদেরই থাক
এই ভাগে থাক না রে খড়ের বালিশ।