সভ্যতার কান্না তুমি শুনেছ সমর্পিতা?
পরান্নভোজী ভালোবাসার কোনো মেরুদন্ড নেই,
তাই আজও অনুশোচনার কড়িকাঠে
ঝুলতে থাকে এক একটা সভ্যতার লাশ।
আর আমরা খেলনা বাটি বসন্ত নিয়ে
দু লাইন প্রেম লিখি।


চাহিদার কাছে হেরে যায় আত্মসম্মান
আবেগের কাছে হেরে যায় সংযত জীবন।
আসলে সময়ের সাথে কখনো বিরোধ করতে নেই,
নইলে দু কড়ির সুখ এনে রেখে দেবে দরজায়।
আর আমরা গ্রোগাসে গিলতে থাকবো
কাঙালের মতো!


সমর্পিতা, তুমি আর এসো না এই পথে।
আমিও তো তাদেরই একজন।
কখনো সভ্যতা হতে পারিনি। সভ্যতা গড়তে পারিনি।
খেলনা বাটি বসন্ত শেষ হলে, চিঠি লিখবো তোমায়।