একটা মিশর রহস্য মেখে আজও
চিঠির শেষেতে লিখলো না কভু ইতি,
ক্লিওপেট্রারা নীলনদ ছুঁয়ে গেছে
ফ্যারাও গন্ধ মেখেছে নেফারতিতি।


বিশ্বাস কতো গেঁথে আছে পিরামিডে
সাগরের মতো, কি দারুন গভীরতা!
প্রিয় মানবীর আঁচলে লুকানো আছে
না লেখা পৃথিবী, অলিখিত সভ্যতা!


মহেঞ্জোদাড়ো মায়ের নাভীতে জাগে
ধ্বংসেতে নয়, সৃষ্টির নেশা বুকে,
কপালের টিপে, মুখের হাসিতে দেখো
মেসোপটেমিয়া হরপ্পা সিন্ধুকে।


সভ্যতা চিরে কতো পথ আজও হাঁটে
কেউ ডাকে প্রেম, কেউ বলে মহামারী!
কেউ বা তাতেই জীবনানন্দ খোঁজে
খুঁজে ফেরে কেউ বনলতাদের বাড়ি।