কাছাকাছি এসো, দেখা হোক একদিন
মানুষের ভিড়ে তোমাকেই খুঁজে ফিরি
ব্যস্ততা ফেলে একবার ছুঁয়ে যেও
যত্নে গোছানো হৃদয়ের ধানসিঁড়ি।


অভাব বেড়েছে রাত্রির মতো করে
দীর্ঘশ্বাসে জমেছে নির্জনতা!
তোমার হাসিতে ভালো থাকাদের খুঁজি
ঘুমটুকু তবু দেয়নি ঘুমের কাঁথা।


কত রাত আসে, কত রাত ফিরে চলে
কথা বলি ঠিক জোনাকির কানে কানে
উত্তর খাতা ফাঁকা পড়ে আছে আজও
অপেক্ষা থাকে শেষ শূন্যস্থানে।


একটা দিনও থাকতে পারিনি ভুলে
কাছে আছো, তবু হারাও অন্ধকারে!
হৃদপিন্ডটা শোনে না নিষেধ কথা
ভুলতে গিয়েও মনে পড়ে বারেবারে।