একটা মেয়ে আঁচল পেতে আজও
স্বাধীনচেতা রৌদ্র মাখে রোজ।
জন্মভূমি দু'হাত তুলে ডাকে
ভূমির মানুষ নেয় না কোনো খোঁজ!


মেয়েটার আজ বড্ড মনে পড়ে
ওই সুদূরে স্মৃতির প্রিয় দেশ।
ভাজ্য ভাজক সবাই মিলে গেছে
মেলেনি এক অবাধ্য ভাগশেষ!


জীবন পথে একলা হেঁটে চলে
একটা মিনু সঙ্গী প্রতিক্ষন।
লেখার কলম ঘুম ছুঁয়েনি কভু
ধর্ম জাতির ঘুমের প্রয়োজন।


সে তো এখন ডাকে না আর পিছু
সব প্রিয়জন, সবাই ফিরে যাক!
মেয়েটা আজ আপন মনে বলে-
পৃথিবী তুই অনেক ভালো থাক।


যার কথা ঠিক বলছি আমি এই
সেই মানবীর আজই জন্মদিন।
ভালো থেকো মুক্ত মনা প্রিয়
ভালো থেকো তসলিমা নাসরিন।