শেষ বাস ধরে চলে গেছে চেনা কেউ
শহীদ হয়েছে আদুরে ঘামের নদী,
বিছানার বুকে চেনা গন্ধটা আজও
উপোসী রাত্রে ঘুমের আদরে বাঁধি।


শেষ কথাগুলো না বলাই রয়ে গেছে
কথাদের ঘুড়ি উড়ে গেছে শেষ ক্ষণে,
অভিমানী সব সমাস, সন্ধিগুলো
অধ্যায় খোঁজে অস্থির ব্যাকরনে।


শেষ ইচ্ছেটা শুনলি না একবারও
পূর্ণচ্ছেদে দিয়ে গেলি শুধু আড়ি,
সেমিকোলনের ভালোবাসা বুকে নিয়ে
হাওয়ায় ওড়ালি রঙীন তাঁতের শাড়ি।


জ্যামিতি বৃত্ত কম্পাস পরিমিতি
ভাজ্য ভাজক ভাগফল তোকে ঘিরে,
না মেলা অঙ্ক, হারানো সূত্র আমি
ভাগশেষ জুড়ে রইলাম একা পড়ে।