ব্যস্ত স্যাটেলাইট ছুটে চলেছে নিরন্তর,
ক্ষুদ্র অর্বিটে বসানো অগণিত ক্যামেরা -
গ্রাম-নদী আর শহরের গলি থেকে রাজপথ ,
জনাকীর্ণ পৃথিবীর শোরগোল হঠাৎ স্তদ্ধ,
অবাক বিস্ময়ে অবলোকন করেছি স্থবিরতা।
বিল আর ঝিল পাড়ে অলস ডিঙি-নৌকো ,
নদের কিনারে বটের ছায়ায় রাখালের বাঁশি,
স্কুল পালানো কচি-কাঁচার দুরন্ত ছোটাছুটি,
  কোন কিছুই যে আর পড়ছে না চোখে,
  তবে কি নীল আকাশ রং-হীন নির্জলা !
অসহ্য ফিনাইলের গন্ধটাও ক’দিনে সয়ে গেছে,
সবুজ মেঠো পথ রক্তাভ কালসে চোখে পুড়ে খাক ,
সন্তানের তুলতুলে আঙুল,আদুরে ডাক কিংবা প্রিয়জনের -
উষ্ণতা থেকে বিচ্ছিন্ন আমি-কোয়ারেন্টাইনের ইন্টেনসিভে,
          তবু ভালো থাকুক প্রিয় মানুষ,
প্রিয়দর্শিনী করোনার নীল সৌন্দর্য ওদের অজানাই থাকুক।