কঠিন সময় মুছে দেয় ব্যবধান,
বহমান কাল যেভাবে থমকে থাকে।
কিসের তোমার তাড়া ছিলো ইরফান,
চলে গেলে তুমি কোন স্টেশনের ডাকে।।


ভেঙে দিয়ে সব ছকে বাঁধা জারিজুরি-
অভিনয়  যেন জীবনের পরিসর।
ক্যামেরা বন্দী তোমারই কবিতা পড়ি
খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেল ঘর।।


এত রঙ আর আঁকা যত ছবি ফেলে
পাড়ি দিলে তুমি অনেক দূরের গ্রামে।
না ফেরা পথের টিকিট  কোথায় পেলে?
আসবেনা উত্তর, উড়ন্ত কোনো খামে।।


শুধু থেকে গেলে মেলেনা সহজ সুখ,
মলিন হয় না মারণ ব্যাধির ক্ষত।
মন খারাপী  বৃষ্টি ভিজিয়ে গেছে মুখ
পর্দা জুড়ে জমে থাকে বিষণ্ণতা যত।।