মনে  পড়ে, কতবার  তুই বললি  এসে,
চল বন্ধু ঘুরে আসি  একবার  পাখির   দেশে ।
দেখবো কেমন করে বাঁধে পাখি ঘর ,
আমি তখন কি বা বলি ? হলেম নিরুত্তর।
ইচ্ছে হলেও কোনোবার ই  যাওয়া হলোনা তোর সাথে ।
শুধু জীবন জুড়ে টানাপোড়েন ,যুদ্ধ দিনে রাতে ।
জানি তোকে দিলাম ব্যাথা ,পড়লো মনে দাগ ।
তবুও তোর আমার উপর জমেনি কোনো  রাগ ।
বন্ধু ,তুই আকাশ  আমার , বেঁচে থাকার সুর
এই তো ছিলি আমার সাথে ,হঠাৎ এতো দূর ?
ভাবিনি কখনো  যাবি চলে তুই ,আমাকে একলা ছেড়ে।  
মৃর্ত্যু এসে  আমার থেকে নেবে তোকে  কেড়ে ।
আজ তোকে ছাড়া মনের মাঝে জমেছে অনেক ক্ষত,
তোর ভাবনা মনের মাঝে ঘুরছে অবিরত ।
এভাবেই থেমে গেছে আমার সময় তবু কেটে যায় দিন  ,
আমার সূর্য লুকিয়েছে মুখ, তাই দিন রাত মুখরতাহীন  ।
আজ  নিভে গেছে সব বাতি আমার ভাঙা ঘরে,
প্রতি মুহূর্তে যাচ্ছি আমি জীবন থেকে সরে ।
কি জানি কি যে হলো, নামলো  আঁধার বেলা ।
জীবন বড়ই এলোমেলো বেঁচে থাকার  খেলায় ।


সব রং যেন লাগে শুধু ঘনকালো ।
গেছে মুছে সন্ধ্যা  জোনাকির আলো ।
মনে কত  গ্লানি ,
যেন রিক্ত হৃদয় খানি,
কোথায় যে আর তোর  দেখা পাই ।
মনে হয় যেন  নিজেকে  হারাতে চাই ।
আকাশের তারাদের দেশে বা  দূর মরু সাগরের তীরে ।


আজ তুই  নেই পাশে ।
জীবন মৃর্ত্যু মুচকি হাসে ।
বল ,কেন  দিয়ে গেলি  ফাঁকি ?
তবু অন্তহীন  প্রতীক্ষায় থাকি ।
যদি আমার একলা ঘরে
সবার  অগোচরে ,  
আর দেবোনা যেতে তোকে , একবার আসিস যদি ফিরে ।