যে সময় গেছে স্মৃতির জোয়ারে ভেসে


আনমনে শুধু খুঁজে চলি যেন তাকে ,


দিন যাপনের ক্লান্তি জমেছে বুকে।।


পুরোনো সে দিন হাতছানি দেয় জীবনপথের বাঁকে ।।


ছেড়ে আসা ঘর,ফেলে আসা স্মৃতি শৈশব মধু মাখা।


মনের দেয়ালে সাদা ক্যানভাসে যেন জল ছবি আঁকা ।।


চেনা ক্লাস রুম ,ধুলো ভরা মাঠ  কোথায় রয়েছে পড়ে।


ক্যালেন্ডারে র হাত ধরে  শুধু ছুটে চলি আরো দূরে ।।


প্রিয়জন কত ছায়াপথে গেছে মিশে,যখন সময় হয়েছে যার।


ঘরে ফিরে দেখি কেহ নাই সেথা, দেখা হয় নাই আর।।


কত কিছু পাই,তবু থেকে যাই কত না পাওয়ার রেশ।


প্রবাসী এমন আক্ষেপে বলে ভালো থেকো মোর দেশ ।।


চেনা পরিসরে অচেনা জীবন,সব সময়ের ব্যবধান।


বহমান স্রোতে ,ডাক  দেয় তবু বার বার পিছুটান।।