অতলান্ত হৃদয়ে যদি বা আসে বৈশাখী ঝড়।
উড়ে যায় আশা, খড়-কুটো,ভেঙে যায় সুখ , স্বপ্ন, ঘর।।


পংক্তি মালা কবিতা হয়ে যেন কার অস্ফুট মুখ ভেসে আসে।
খুঁজি তারে বাঁধন ছেড়া টানে,চাই একান্তে আর অজ্ঞাত বাসে।।


সময়ের বিপরীতে যতবার খুলে দেখি জীবনের  খাতা।
অতৃপ্ত কলম কাটে দাগ, আঁকিবুঁকি ভরা যেন সব সাদা পাতা।।


দীর্ঘশ্বাস জমা থাকে হৃদয় প্রস্তর মাঝে জীবাশ্ম হয়ে।
অনুভবে খুঁজে চলি তাকে,নব সাজে অন্য পরিচয়ে।।


কোনো এক রামধনু রঙ ভরা দিনে, যদি পাই তাকে,সবার অগোচরে।
দিয়ে যাবো অব্যক্ত প্রেম, লাল মাটি মনে যা বৃষ্টি হয়ে ঝরে।।