মাস্টার দা,
আপনাকে ওঁরা মাটিতে আটকে রাখার সাহস দেখায়নি।
ভয় ছিল ,
সূর্য্য যদি বেরিয়ে আসে  মাটি  ফুঁড়ে ,
পুড়ে ছারখার হবে  শাসকের দম্ভ ।
তাই,
আপনার দেহটাকে ছুড়ে দিয়েছিলো সাগরের জলে ।
আর দিকে দিকে আপনি ছড়িয়ে পড়লেন -
অনন্তের আলোর মতো ।


মাস্টারদা ,
আপনার কথা আমি যতবারই পড়েছি ,
ভেবেছি আরও বেশি।
আর শিউরে উঠেছি ,থেমে  গেছে হৃদস্পন্দন ।
কিভাবে ওঁরা হাতুড়ি মেরে খুলে নিয়েছিল আপনার দাঁত,
গুড়িয়ে দিয়েছিলো হাত পা।
আমি জানি ,তবু ওঁরা আপনাকে পঙ্গু করতে পারেনি ।
ভাঙতে পারেনি আপনার মেরুদন্ড ।
থামাতে পারেনি আপনার চলার পথ ।


মাস্টার দা,
আপনার পেছনে পেছনে আমরাও হেটে চলেছি ।
সফল হয়েছে আপনার স্বাধীনতার স্বপ্ন ,
নেত্র সেনরা স্বাধীনতার বিনিময়ে
তিন টুকরো করেছে আপনার সাধের দেশটা কে ।
দিকে দিকে চলছে স্বাধীনতার উৎসব।
আপনার ফটো তে পড়ছে মালা আর ফুল চন্দন ।


মাস্টার দা,
তবু আমি নিশ্চিত ,
আপনি যদি থাকতেন -
এসব দেখে -
আপনি খুশি হতেন না মোটেও ।
কোথায় গিয়ে খুঁজতেন আপনার সেই দুঃখিনী মা কে ?
সেই মা তো আজ ও পরাধীন হয়ে আছে ।
আর হারিয়ে গেছে আছে আমাদের মনের অন্তরালে।
আমাদের মনটা কে যে এখনো স্বাধীন করতে পারিনি , মাস্টারদা।


মাস্টার দা,
আপনি  কি আর একবার আসতে  পারেন না?
সমস্ত নীরবতা ভেঙে ?
ফাঁসির দড়ি  তো কবেই মিশে গেছে মাটিতে ।
আপনাকে আবার চাই আমাদের।
দীর্ঘজীবী হোক আমাদের বিপ্লব ,
মুছে যাক সব অন্ধকার।
প্রতি টা মনে উঠুক নতুন সূর্য্য।
আর স্বাধীনতা ফিরে পাক আমাদের মা।