আজ অতর্কিতে ভেঙে গেছে ঘুম,
একটি সবুজ কালের স্বপ্ন দেখে
চলো বেরিয়ে পড়ি-
মিশে যাই মেহনতী মানব মিছিলে।


এক মুঠো ভাতের জন্য যে মিছিল,
এক পংক্তি ভালোবাসার জন্য যে মিছিল।
চলো,সেই এক টুকরো জীবনের দাবিতে
মৈনাক পর্বত জুড়ে বজ্র নিনাদের মতো
ছড়িয়ে পড়ুক আমাদের স্লোগান।


চলো ভেসে যাই,
এই অমা সন্ধ্যা কালে
এই অগণন জনপথ জুড়ে,
একটি কল্পিত জীবনের দাবিতে,
একটি শিল্পিত যাপনের স্বপ্নে,
ভাসিয়ে দিই বেদনার বিষন্ন চাঁদ-
আকাঙ্খিত প্রতিবাদী নদী জলে।