কত খানি আমি পেয়েছি আর কত কিছু পাওয়া বাকি।
স্মৃতির দেয়ালে কাটি আঁকিবুকি, হিসাব মেলাতে থাকি ।


নদীর  বুকে থমকে  যেমন একলা বালুচর ।
পূর্ণ এই বিশ্বমাঝে শূন্য  মনের  ঘর ।


যারা সব ছিল জীবন মাঝারে ,একে একে গেছে  ফিরে,
মরীচিকাসম এই মায়া জালে নিজেকে রাখি ঘিরে ।


নয়নের জল জমাট বেঁধেছে গহীন হৃদয় স্থলে ,
তবু কত কিছু আরো পেতে চাই, ব্যর্থ  সুখের ছলে ।


এই হিসাব জানি মিলিবারে নয়, শুধু শূন্যের কারসাজি ,
তাই জীবন খাতার হিসাব মেলাতে "মন মোর নহে রাজি "।