সুখের ঘর বাঁধতে চেয়ে নদীর কাছে আসি।
নদীর মাঝে হারাই এই মন ঢেউয়ের সাথে ভাসি,

নদীর বুকে নরম জলে সাঁতার কাটি যত।
পিছন ফিরে তাকিয়ে দেখি জমেছে শুধু ক্ষত।


নদী যখন ঘুমিয়ে থাকে সারাটি রাত জেগে।
ভেবেছিলাম শোনাবো গান গভীর অনুরাগে।


হারিয়ে গেছে একতারা মোর, ফুরালো সব গান
নদীর জলে দাগ মুছে যায়,যায়না ব্যথার টান।


ভাদর মাসের ভরা বানে নদীর দারুন জ্বর।
হারিয়ে গেল সুখের আসর, হলো না বাঁধা ঘর ।