একবার বেরিয়ে এসো
এই রূপালী কারাগার থেকে
দীর্ঘ উত্তাপ চেয়ে আর কত
নিজেকে শুকোবে
এই চাঁদের আলোয়।


জোছনার রঙ বড় অশ্লীল লাগে
তাই বলি ফিরিয়ে নাও চোখ।


চলো বেঁধে নিই খড় কুটো ঘর।
হৃদয় উত্তাপে আমি বানিয়ে  দেবো রুটি।
পরিবর্তে আমাকে কি দিতে পারো না তোমার  ঐ তিনটি চোখ?
যাতে লিখে যাবো  মিহি মিহি
মেঘ মন্দ্র রাগ।
শুধু তুমি চাইলে বৃষ্টি হতে পারে।
ভেঙে যেতে পারে পাথরের বুক।