তুমি কি  ফিরিয়ে নেবে  সেই প্রেমিকের থেকে
তোমাকে ভালোবাসার অধিকার টুকু ?
যে নির্বাসিত প্রেমিক উঠে আসতে পারে
বিশ্বাসের চিরন্তন ইতিহাস থেকে।
সে হয়ত ব্যর্থ হতে পারে এনে দিতে
তোমার আরক্ত করতলে ,
দরদীয়া চাঁদের লহমা।
হয়তো সে প্রেমিকের বুক থেকে মুছে গেছে,
কোনো অতি পুরাতন কলমের দাগ,
যে দাগ রচনা করেছিল এক গুচ্ছ নির্ভুল গোলাপের  সংলাপ।
সেই পীতাভ প্রেমিকের ছিলনা কোনো মুক্তার মনসিজ ।
নিজের বলতে শুধু  রয়ে গেছে  স্বপ্নের একমুঠো আতপ।
রোদ্দুর ক্লিষ্ট সেই প্রেমিক আজীবন যে বড় শীতল।
তবু সে তোমার  সাথে দেখতে চায় মেঘের মন্থন।
ভাসমান দিনরাতে বানাতে চায় একটি প্রার্থিত মৌতাত।
তোমাকে একটি জলছবি উপহার দেবে ভেবেও
সে প্রেমিক খুঁজে পায়নি কোনো রঙ।
তবু বিবর্ণ সেই প্রেমিকটি তোমার জন্য আগলে রাখে চুম্বন।
জেগে ওঠে হিম ঘুম থেকে -এক অন্যবসন্ত বাসনায়।
তুমি ফিরিয়ে নিওনা সেই প্রেমিকের থেকে
তোমাকে ভালোবাসার অপার্থিব অধিকার টুকু।
যে স্বপ্নভুক প্রেমিক তোমাকে নিয়ে যেতে পারে অজ্ঞাতবাসে।
তোমাকে দেখাতে পারে একটি কঙ্কন মোহনা।
যে মোহনায় একটি বহতা নদী ,
খুঁজে পায় তপস্বী এক সাগর ।