নারী ,তোমার সীমান্তহীন ব্যাকুলতাকে
এক ঝাঁক জোনাকির আলো দিতে
মুহূর্তে বানিয়ে ফেলতে পারি একটা নির্বাসিত পাহাড়।
নারী,আমার এই সংক্রমণ যাবজ্জীবন,
তুমি কি ক্লান্ত এই চুম্বনকে দিতে চাওনা
এক পংক্তি বৈধতা?
বারং বার দগ্ধ হয়েও শুদ্ধতা পায়নি যে কবি,
সে নতুন আঘাতের আশায় পুরোনো ব্যথাকে মলিন করে।
নারী তোমার খোলা বুকে স্নিগ্ধতার নেশায়,
আমি খুঁজে পাই উন্মুক্ত আকাশ।
তাই অনাহুত আগন্তুকের মতো ছুটে যাই তোমার স্নান ঘরে
তোমার সিক্ত শরীরের ভাঁজে , প্রচ্ছন্নতায়
লিখে ফেলি একটা আদ্যোপান্ত কবিতা।