[কিছুদিন আগে গিয়েছিলাম রূপনারায়ণ নদী তীরে।তাঁকে দেখে এই সামান্য প্রয়াস]


তুমি বলেছিলে,
প্রত্যেক নক্ষত্র গাঁথা আছে
স্থির নদী জলে।
তাই নির্বিকার নক্ষত্র জীবন
দেখবো বলে- ছুটে গেছি
রূপসার কাছে।
যে রূপসার তীর বিদ্ধ চোখ,
নিশ্ছিদ্র পাহারায় আটকে রাখে
নীল ছায়াপথ।
আলোর বৈভব দেখবে বলে
কত জন্মান্ধ প্রেমিক,
সেখানে জ্বালিয়েছে নর্তকী দ্বীপ,
তাঁর ললাটকুটিরে ।
আলোক প্লাবন চেয়ে,
তুমি আমি ফিরে আসি
জোনাকির দ্বীপে।
নিঃশব্দে ভাসিয়ে দিই স্রোত
রূপসার আবর্ত তলে।
মেঘের চামর থেকে নেমে আসে রাত ,
একপশলা ঘুমে লেগে থাকে
আলস্যের রং।
তবুও জেগে উঠি ,
ঠোঁট রাখি ঝিনুকের পশমিনা বুকে।