মেঘ দুপুরে ক্লান্ত বেলায় একলা  বসে কোণে,
কি' সব ছন্দবিহীন ভাবনা এসে দিচ্ছে উঁকি মনে।
দূরে কোথাও বাজছে যে গান ভীম পলাশীর রাগে,
মন খারাপী সে সুর তবু দিব্ব্যি  চেনা লাগে।
কোন সে নাবিক  ফেললো নোঙর, অচেনা বালু  চরে ।
ফেরার কথা দিয়েও সে -আজ ফেরেনি তার  ঘরে।
সুখ দুঃখের  স্মৃতি গুলো আজ ,লাগছে কেমন মিছে ।
তোমার সাথে যে পথ হাঁটা, তা রইলো পড়ে  পিছে ।
জানি এবার যেতেই হবে তবুও মনে ভয়,
রইলো পড়ে একলা ঘরে সমস্ত সঞ্চয়।
অনেক কিছু পেয়েও তবু চেয়েছি আরো বেশি ।
নতুন পথের খোঁজে  এবার হবো নিরুদ্দেশী ।
ঘাটে বাঁধা নৌকো খানি করবে আমায় পার ।
শেষ হবে সব দেয়া নেয়া, মিটবে সকল ধার ।