ইচ্ছে গুলো মিলছে কেমন ডানা
উড়তে যে চায় খেয়াল খুশি মত,
দেয়াল বেয়ে শিকড় গেছে চলে
কোন মায়াজাল বুনছে অবিরত|

অনেক দেওয়াল কবেই গেছে ভেঙ্গে
পুরোনো ইঁটে শ্যাওলা রা ভীড় করে |
পাখির মত ই উড়ে গেছি কত পথ,
আমার শিকড় গেছে দূরে সরে সরে |


সব পথ আজ  হাওয়ায় গিয়েছে  মিশে,
হয়নি তো রাখা পথ চিনবার ছক,
শুধু মনে আছে দু'টি জারুলের  শাখা-
নদী জলে ভেজা সাদা এক খানি বক |


আমার আশায় দিন গুনেছে পথ,
উঠোন থেকে বৃস্টি গেছে ফিরে |
কেউ গাইত বাউল ডাকতো আমায় কাছে,
একলা বসে শান্ত নদী তীরে |


কিছু পলাশের পাতা গেছে সব ঝরে,
হয়তো বা কেউ মাটিতে গিয়েছে  মিশে |
কেই বা কুড়াবে ভোরের শিউলি ফুল,
অবহেলা ভরে দু পায়ে দিয়েছে পিষে |



নদীর স্রোতে ভাসবো কেমন করে?
শিকল দিয়ে নৌকা বাঁধা ঘাটে|
শিকড়ের টান আলগা হয়েছে ঝরা সময়ের সাথে
অন্ধগলিতে কোনো মতে দিন কাটে |


আজ এত সময়ের পরে, ভাবি একা বসে দিশাহীন এই মনে,
যদি কোনো দিন  ফিরে যেতে পারি পৃথিবীর সেই কোণে |
পুরোনো সে পথ হয়েছে ধূসর, ধুলায় গিয়েছে ঢেকে ,
আমায় দেখে শিউলি শিমূল পড়বে সে পথে ঝরে,  ভোরের শিশির মেখে |