স্মৃতি যেন ঝরা পাতা হয়ে বাঁচে
ঘসাকাঁচে আবছা লাগে অনুভূতি যত,
ভালবাসা গলে পড়ে আগুনের আঁচে
পুরোনো সে  দেওয়ালে সারি সারি ক্ষত |
আজ আর নেই -গেছে পুড়ে, রয়ে গেছে দাগ |
লুকোনো চিঠির ভাঁজে শব্দসাজানো যত অস্তমিত রাগ |
কিছু রাগ উড়ে গেছে পাখি হয়ে,বেহাগের সাথে |
আর কিছু  ফেলে গেছে আঙ্গিনায়, দিয়ে গেছে সময়ের হাতে |
খালি হাতে আমি একা বসে , ব্যাথা সব ফুল হয়ে হাসে |
ঘুম চোখে পেতে চাই ,তাকে আমার এই  বালিশের পাশে |
আমার উঠোন পথ -তাঁকে খুঁজে চলে
জোছনার আলো আসে যেই পথ ধরে|
নিভে যাওয়া দীপ যদি কোনোদিন জ্বলে -
শ্রাবন ভেজা সন্ধ্যায় আঁধার ভরা ঘরে |