এরপর নৈঃশব্দ্যের কারাগার ভেঙে,
বেরিয়ে পড়বে সারি সারি শব্দের মিছিল।
যে সূর্য ঘুমিয়েছিলো পাহাড়ের গায়ে হেলান দিয়ে,
সেও জেগে উঠবে আকাশের নাভি থেকে।
এভাবেই একদিন ছিঁড়ে যাবে নীরবতার শিকল।  
নিঃশেষে ফুরিয়ে যাবে তামাম রাত্রির আমানত।
এরকম স্বপ্ন তোমাকে কোথায় ভাসিয়ে নিয়ে যায়?
অবশেষে নিয়ে আসে উন্মাদ নদীর উন্মুখ মোহনায়।
প্রতিটি অন্ধকারে তুমি হাতে তুলে নাও জ্বলন্ত মশাল,
প্রতিটি স্বপ্নে পেরিয়ে যেতে চাও মধ্যরাত্রির পাহাড়।