নিঃস্তব্ধ নিরাবতার পর্দায় আচ্ছন্ন জীবনের সকালগুলো।
রাতের শয্যার বাসি রজনীগন্ধাগুলো শুকিয়ে যেতে যেতে,
চাতক পাখির মত জল চায়।


কত বছর আগের দিনটাকে,
মন আঁকড়ে রাখে স্মৃতির পাতায়।
লাল হৃদয়ের লাল রক্তে রঞ্জিত করেছিলে আমায়।


আজ আবার এত বছর পর ঠিক এই দিনে,
দেখা হবে তোমায়-আমায়,
বসন্তের দুপুরের জোড় ভাঙা কোকিলের মত।


সেদিন ছিল সানাইয়ে মালকোষের ছায়া,
মাঝের দিন গুলো কখনো হিন্দোল, কখনো বিহাগ হলেও,
এখন মনে শুধুই বাগেশ্রীর অভিঘাত।।