শুক্রিয়া তোমার ওগো রহমান,
চেয়েছিলাম এক পূর্ণবান স্ত্রী ,
তাও করেছ দান।
প্রতি নামাজে আমি চেয়েছিলাম যাকে,
দিয়েছ যে তুমি তাকে, শান্ত করেছ এই
অতৃপ্ত আত্মাকে।
কবুল কর তুমি তাকে মা খদিজা, আছিয়া, আয়েশার মত,
ক্ষমা করে দাও তাকে
ভুল করেছে সে যত।
অটুট রেখ সারাজীবন,
আমাদের এই ভালোবাসার বন্ধন,
সুবাসে সুভাষিত কর,
মৃগ-ময় চন্দন।
তার রুপে যায় যেন, আঁখি- দ্বয় জ্বলসে,
দৃষ্টিটা না পড়ে যেন , পর-রুপের কুলসে।
সেই দিন আমি যেন হয়ে যাই নিঃশেষ,
যেই দিন আমার থেকে সে ,
কষ্ট পায় একলেস।
দোয়া করি প্রভু তুমি তারে কর সুখি,
সারাজনম আমি যেন হই, তার ব্যথায় দুঃখী ।
কবুল কর দোয়া আমার ,
তারে রাখ খুশি,
সারা জনম দেখতে চাই আমি,
তার মুখের হাঁসি ।


(আমার প্রিয় স্ত্রীর স্মরণে )