ব্যস্ততা করেছে বিস্তার,
নাহি বুঝি আর মম নিস্তার।
পরিবার-পরিজন সবোই মোর ছটা,
ছুটির উপর আমার পড়েছে ভাঁটা।


বাসায় ফিরতে হয় মোর দেরি,
ঠক ঠক করে চলে ব্যস্ততার ঘড়ি।


বাসায় ফিরে উনুনে দেই হাড়ি,
খাওয়া- দাওয়া করতে হয় ডের দেরী,
ঠক ঠক করে চলে ব্যস্ততার ঘড়ি।


মাঝে মাঝে বউ বলে, গেছো মোরে ভুলে,
সারাদিন গত হল ফোন নাহি দিলে,
চাকুরী কি তুমি কর? আর কেহ নাই?
সারাক্ষণ ডুবে থাক কোন ব্যস্ততায়।


কর্মের টানে যারা, দূরে পড়ে থাকে,
তাদের খবর কেবা মনে রাখে।


ইচ্ছেতো হয়, যেতে মোর বাড়ি,
ছুটি চাইতে গেলে, খেতে হয় ঝাড়ি,
ঠক ঠক করে চলে ব্যস্ততার ঘড়ি।