জানি, জীবন প্রদীপ একদিন নিবে যাবে ,
মায়ার বন্ধন টুটে , মৃত্যু দূত ,
আত্মাটা কে কেড়ে নিবে ।
কত ঘাটে ঘাটে তরী , ভিড়িয়ে এসেছি ,
করেছি কত না  পাপ ,
পেরেছি কি কখন করিতে আমার ,
ভুলের অনুতাপ ।
চিহ্ন করে মায়ার বাঁধন আমি ও ,
সাগরে ভাসাবো নাও ,
অশ্রু সিক্ত নয়নে এবার ,
আমায় বিদায় দাও ।
মুছে নাও অঞ্জলী দিয়ে তোমার ,
অশ্রু সিক্ত আঁখি ,
পারবে কি বেঁধে রাখতে আমায় ,
যখনি , উড়ে যাবে ,
এ দেহ পিঞ্জীরার পাখি ।
বিদায় বেলায় ক্লান্ত আমি ,
ছেড়ে দিয়েছি হাঁপ ,
ভুল করি যদি কখনো আমি ,
করে দিও আমায় মাপ ।