তোমার শহরে পড়বেনা আর
আমার পদ চিহ্ন ,
আমার শহরে আছি ব্যাস্ত আমি ,
হয়ত এই শহরটাই ছিল ভালোবাসা শুন্য ।
এই শহরের আঙিনায় দোয়েল, সমা , কোকিল
এখন আর গায় না গান ,
এখন আর ক্লান্ত রাখালের বাঁশির সূরে
জুড়ায় না এই প্রান ।
হয়ত তোমার আকাশে আজ উজ্জল্যময়ী
স্নিগ্ধ জোছনায় ভরা ,
আমার আকাশে আজ কালো মেঘ
ধ্রুভ অন্ধকারে পথ হারা দিশেহারা ।
হয়ত তোমার রাত কাটে
হাজারো জোনাক পোকার গুঞ্জনে ,
আমার রাত কাটে জোনাকি শূন্য
তোমার বিরহ দহনে ।