ভালোবাসার সিলমোহরে জড়ানো একটি খাম,
এনেছিলাম তোমার জন্য।
এই খামের ভিতরের লেখা পত্রটি,
হয়তো কোন কলমের লেখা নয়।
পড়ে দেখো তোমার অন্তর্দৃষ্টি দিয়ে,
এটি ছিল আমার হৃদয় গভীরের ক্ষরণ হওয়া রক্ত,
যাকে কালি করে লিখেছিলাম আমি তোমার জন্য ভালোবাসার নীল পত্র,
হয়তো দিতে পারিনি তোমায় একগুচ্ছ রজনীগন্ধা,
কিন্তু চেয়ে দেখো,
বুকের গহীনে তোমার জন্য লুকিয়ে রেখেছি
হাজার ভালোবাসা,
হয়তো তা তোমাকে কখনো বোঝাতে পারেনি,  
না হয় কখনো তুমি তা দেখার চেষ্টাও কর নি।
কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস ,
আজ তোমাকে ছেড়ে আমি বসে আছি অনেক দূরে,
হয়তো জীবিকার তাগিদে তোমাকে ছেড়ে আসতে হয়েছে আমায়।
কিন্তু বিশ্বাস করো ,
এতোটুকু তোমাকে ভুলে থাকতে পারিনি,
যতটুকু অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে,
জানো এখন আমি বড্ড মিস করি,
তোমার কেশের সুগন্ধি আর আমার বাহুবলে রাখা
তোমার মস্তিস্কের ছোঁয়া,
আমি ঘুমোতে পারি না,
এখনো আধ ঘুম চোখে তোমায় হাতড়িয়ে খুঁজি বারবার।