হাম দ
মোঃ নাজিম খান


প্রতিদিন প্রভাতে আমি শুনি
তোমার গুণগান ,
পাখির কণ্ঠে দিলে সুর
আর সাগরে কলতান ।
পূর্ব দিগন্তে ফুটে উঠে
যখন আলোক রবি ,
ফুস্ফ কানন ফস্ফুটিত হয়  
দেখি যে তার প্রতিচ্ছবি ।


রাত্রি বেলায় আঁধার কর
দিনের বেলায় আলো  ,
স্রষ্টা তুমি সৃষ্টির বুকে
আসার দিশা জ্বালো ।
দূর দূরান্তে যখন দেখি
সবুজ ঘেরা অরণ্য  ,
মৃদু রবে ডাকি তোমায়
ব্যাকুল তোমার জন্য  ।


আমি এক অধম ডাকি তোমায়
শুনো আমার বানী ,
তোমার দয়ায় বরিয়ে দাও
আমার জীবন খানি ।