নিদারুণ এ জনম, করিয়াছে পাপী ,
যে করিবে পাপ মোচন, তারে নাহি জপি।


অবিশ্রান্ত আত্মা মোর, ভবঘুরে চলে,
মর্মে বিঁধিল পাপিষ্ঠ  তির,
শান্তি নাহি মিলে।


আত্মা তো অবিনশ্বর দেহ হয় ক্ষয়,
খোঁদার নাম জপিলে, জীবন হয় রুপময়।


লোভ, হিংসা, ক্ষোভ, জানি মোরা পাপ,
তবুও স্কন্ধে লই এই অভিশাপ।


রিক্ত দুখান হস্ত উঠাইয়া, চাহি তোমার ক্ষম,
মুছাইয়া দাও নিরঙ্কুশ পাপ, ওগো দয়াময় মম।


মর্মে বিঁধিল মর্ত্যের ভয়, তাই মম কাঁপি,
শেষ নিঃশ্বাসে ও যেন, তব নাম জপি।


মোচন হয় পাপ, তব নাম জপিলে,
রহম তব  পোঁছিয়ে যায়, বক্ষ মর্ম অতলে।