দয়ার সাগর ত্যাগের নদী,
নামটি যে তার মা ।
সন্তানের ব্যাথায় কাতর যিনি,
সইতে পারে না ।
সন্তান  যদি বিপদে পড়ে ,
দূর কোন দেশে ,
সবার আগে মায়ের কানে
ডাক টি আসে বেসে ।
দশ মাস পেটে ধরে
সয়েছেন যিনি কষ্ট,
প্রসব ব্যাথায় চিৎকার করে
হয়েছে যিনি পিষ্ট ।
তিনি হলেন দয়ার নদী ত্যাগের সাগর মা ,
পৃথিবীতে যে কারো সাথে তার
হয় না তুল না ।
যখন কোন বাচ্চা কাঁদে, ঘুমায় না তার মা ,
সারা রাত পাশে জেগে সইতে পারেন ,
নির্ঘুম বেদনা ।
রাতে যখন বাচ্চা কাঁদে , বাপে বলে সালা,
বেশি কাঁদলে চাইপ্পা ধর, সালার পুতের গলা ।
মা বলে চুপ, একটু থাম । ছেয়ে দেখ তুমি,
তুমি ও তো শিশু কালে করেছ এমনি ।
বাপ যদি ও একটু রাগি
সে কিন্তু ভাই বেজায় ত্যাগী ।
পরিবারে জন্য যিনি , সংসার দেয় বিসর্জন,
ভিন ভূমিতে পড়ে তিনি , অশ্রু ঝরায় সারাক্ষন ।
ভালো কিছু খেতে গেলে , খেতে নাহি পারে ,
সন্তানের কথা তার বারে বারে শুধুই মনে পড়ে ।
বাবার ছেয়ে মায়ের হক, অনেক খানি বেশি ,
গর্বে ধারন করে তোমায়
যিনি ছিলেন খুশি ।
পৃথিবীতে মা-বাবাকে কষ্ট দিওনা ভাই ,
তাদের সাথে কখন তুমি করনা অন্যায় ।
দেখনি তুমি জান্নাত কখন,
পাওনি যে তার ঘ্রান ,
মা-বাবাই তোমার আসল জান্নাত, কর তাদের সম্মান ।