তোমার অভিমানের মোড়কে
তিক্ত এই গদুলি সন্ধ্যা,  
যন্ত্রনা হচ্ছে বুকের বিতর
ভালোবাসার আঙিনা তাই
শুষ্ক মন্ধা ।


পিপাসার্থ কাতর আমি
দহন জ্বালায় জ্বলছি,  
অভিমানটা না হয় ভেঙে পেল
প্রিয়  তোমায় বলছি ।


অঙ্কুরিত হয়নি দেখ
বপন করা বীজ টি ,
সুশান্ত হচ্ছে দেখ
মুখরিত এই দেশটি ।


ডাল থেকে আজ পাখিরা
উড়াল দেয় না আকাশে ,
চন্দনেরই ঘ্রান যেন আর
আসেনা আজ বাতাসে।


গগনেতে নাহি উদিল
শশীটা যে আজ ,
নতুন বধূর মন ফ্যাকাসে
সাজছে না তার সাঁজ ।


এমন করে থাক যদি
কেমন হবে বল ,
চক্ষুযুগল করছে আমার
অশ্রু টলমল ।


তাই বলি, এবার তুমি
ভাঙ্গ অভিমান,
তা না হলে বেরিয়ে যাবে
দেহ থেকে এ প্রান ।