শিমুলের ডালে রক্তিম গোচালি
ফুস্পকলির,
যেন প্রতিটি ডালে রঙ্গমঞ্চ।
কৃষ্ণচূড়ায় দেখ রক্তিম চাদর বিছানো
ফুলের আবায়।
সেই দিন নীল শাড়িতে অঙ্গো জড়িয়ে,
হাতে দিয়েছ একগুচ্ছ নীল চুড়ি,
কর্ণ কূহরের কিনারায়, খুঁচিয়ে রেখেছ নীল পদ্ম ।


আমি তখন সেজেছি , নীল পাঞ্জাবি আর মোটা ফ্রেমের চশমায়।
কাঁদে জুলানো ছিল একটি ঝুলি,
যেখানে ছিল নিজের হাতে লিখা, কিছু কবিতার বই।


হাতে নিয়েছি এক গুচ্ছ রজনী গন্ধা, তোমায় দিবো বলে।
সেই দিন বিকেলে হেঁটেছি কিছু পথ দুজনে, হাতে রেখে হাত।


শান্ত বিকেলে তোমার কোলে মাথা রেখে ,
করেছি কিছু কথা মালা বিনিময়।
দীঘির জলে পা ভিজিয়ে দুজনে করেছি জল কেলি।
সন্ধে বেলায় টি এস সির মোড়ে দাঁড়িয়ে ফুসকা খাওয়া,


ফুসকা খাওয়া শেষে, বাসায় ফেরার পথে, গাড়িতে বসে
তোমার কেশ মাখা মস্তক টাকে আমার বাহুবলে রেখে তোমার করা খুনসুটি।


সত্যি অসাধারণ ছিল সেই বসন্ত।