স্বাধীনতা তুমি আমার ভায়ের রক্তে রাঙা ইতিহাস
স্বাধীনতা তুমি সবুজ ঘাসের উপর
লেগে থাকা রক্ত আর পড়ে থাকা লাশ ।


স্বাধীনতা তুমি আমার মায়ের চোখের কোনের পানি ,
স্বাধীনতা তোমার সম্মান আজ আমরা দিতে নাহি জানি ।
স্বাধীনতা তুমি চাষা ভায়ের বীজ ভুনার হাল ,
স্বাধীনতা তুমি ভরা নদিতে নায়ের তোলা পাল ।
স্বাধীনতা আজ কেন তোমার পা
লোহার শিকড়ে বাঁধা,
আজ কেন তোমার রুপে কলঙ্কের কাঁদা ।


আজ কেন তোমার ছায়া তলে হায়নারা যাচ্ছে ছুটে  ,
অসহায় আর দিন মজুরের আহার নিচ্ছে তারা লুটে ।
অজর ধারায় ঝরছে কেন আসহায়ের চোখের পানি ,
উত্তরিয়া উঠ তুমি শোণাও তোমার বানী ।
স্বাধীনতা তুমি কি শুধু বয়ের লেখার ভাঁজ ,
তানাহলে দেখছি না যে  তোমার মানে আজ ।


স্বাধীনতা তুমি জেগে উঠ  উঁচু কর তোমার শির ,
তোমার জন্য জীবন দিতে প্রস্তুত আছে শত বীর ।
স্বাধীনতা তুমি দেখাও না কেন তোমার রুপের ছবি ,
তানাহলে বুঝবো
তোমায় নিয়ে মিথ্যে কবিতা লিখেছে সকল কবি ।