তুমি তো ছিলে এক বিন্দু, মৃত্তিকার ধূলিকণা,
সেথা হতে সৃজিলে তোমায়, মহান রব্বানা,
পেরেছ কি? বলিতে কথা নিজের কোন সুরে,
কথা বলা শক্তিটাও তিনি,
দিলেন দয়া করে।
হাঁটিতে তোমায় শিখিয়েছেন যিনি,
তাকে ছেড়ে আছো,
যে তোমার অন্নদাতা, তাকেই ভুলে গেছো।
যে করে রাত তোমার তরে,
যে করে দিন আলোয় ভরে,
যার দেওয়া অক্সিজনে এখনো তুমি বাঁচ।
কেমন করে হও তুমি, এতটা স্বার্থপর,
কিসের আশায় বাঁধ তুমি, এত দালান-ঘর।
কি হবে দিয়ে টাকা পয়সা,
এত সোনা-দানা,
কবরে যদি যায় তোমার,খালি হাত দুখানা।
এখনো তোমার সময় আছে, করো অনুতাপ ,
ইচ্ছে হলে বিধাতা তোমায়, করতে পারে মাপ।