নদী পেটে জল, গর্জালো আকাশ।
পানিপথ জলে ভেসে যায়।
তুলো ছিঁড়ে হয়, ভেজা ক্ষত চাষ।
কাটা দাগ শিরায় শিরায়।
            আষাঢ়ের মেঘ-রোদে,
ক্লিপে ঝোলা স্মৃতিরা শোকায়।


সিঁদুরের দাগ, মুছে ফেলে শোক।
হতাশার নিশ্বাস পড়ে।
ধুলোমাখা ফ্রেমে, পেট মোটা জোঁক!
প্রিয়মুখে ধূসরতা বাড়ে।
             ক্ষতাহত ইঁদারার,
কপিকলে চুড়ি-শাখা নড়ে।


জীবনের ঋণ, মাশুল বিহীন।
চিতা মানে, দানে মেলা দেহ।
ক্ষণিকের ভোগ— নিমেষে বিলীন!
তারই নাম আয়ু নির্বাহ।
            জীবনের বাঁধ ভাঙে,
অব্যাহত কালপ্রবাহ।