ভাঙলো আমার নিদ্রা যখন কঠিন সাধনা শেষে।
বরপ্রাপ্তি স্বরূপ জন্ম মিললো বঙ্গদেশে।
মাঠ ভরা ধান, নদী ভরা জল, হৃদয় পূর্ণ আশা।
সকল দেশের রানীর রাজ্যে গয়না বাংলা ভাষা!
বাংলা বুকে, বঙ্গ সুখে, করেছে আমায় লালন।
বঙ্গ আশিষ মাথায় নিয়েই কলম করেছি ধারণ!
ইংরেজ এলো, ফার্সিরা গেলো, হিন্দিও করে প্রয়াস।
জেনে রাখো ভাই বাংলা মুছলে রচবেনা ইতিহাস!
আধুনিক হও, পরদেশে রও, পরভাষাও করো দখল।
তবু দিনের শেষের অন্নটুকু যে বাংলা ভাষারই ফসল!
প্রতিবাদে থাক, প্রেমালাপে থাক, বোবা বুকেতেও থাক বাঁধা।
অমর একুশে শহীদ রক্তে রাঙানো মাতৃভাষা!
আয়ু শুধু নয়, জন্মও কম বাংলা বাঁচার প্রাণে।
কলম পুড়বে, দোয়াত জ্বলবে— অমর জয়গানে!